ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় চুরি করতে গিয়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে এক যুবক (৩০) মারা গেছেন। যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৪টার দক্ষিণ কেরানীগঞ্জ বনগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটে।  

পরে গুরুতর অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

কেরানীগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) শরজিৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় একটি দ্বিতল ভবনে চুরি করতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় ওই যুবক। পরে খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশের পরিদর্শক আরও বলেন, মৃত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।