ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভরণপোষণ না দেওয়ায় ছেলেকে কারাগারে পাঠালেন বৃদ্ধ বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
ভরণপোষণ না দেওয়ায় ছেলেকে কারাগারে পাঠালেন বৃদ্ধ বাবা

জামালপুর: জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে মো. হাবিব শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

অত্যাচার-নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ায় নিরুপায় হয়ে বৃদ্ধ বাবা বুধবার তার ছেলের নামে মামলাটি করেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।  

এর আগে বৃহস্পতিবার সকালে হাবিবকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ছেলে হাবিব শেখ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন ও হাজেরা বেগম দম্পতির ছেলে।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে উগ্র আচরণ করেন হাবিব। ঘরের জিনিসপত্র ভেঙে ফেলেন। বাবা-মায়ের ভরণপোষণ দেন না তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহামেদ বলেন, বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগের মামলায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।