ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুল শুকাতে এসে সাততলা থেকে কলেজছাত্রীর লাফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
চুল শুকাতে এসে সাততলা থেকে কলেজছাত্রীর লাফ প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ৭ তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতের নাম সাদিয়া ইসলাম (২২)।

তিনি গাজীপুরের টঙ্গী বাজার এলাকার আবুল বাশার বাচ্চুর মেয়ে।  

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মিরপুর বাংলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন সাদিয়া ইসলাম। শুক্রবার বিকেলে তিনি তার ছোট বোনকে নিয়ে ৭তলা বাড়ির ছাদে ওঠেন। পরে তিনি ছাদের এক পাশে রেলিঙের পাশে  দাঁড়িয়ে মাথার চুল শুকাচ্ছিলেন। একপর্যায়ে তিনি ছাদ থেকে লাফ দেন। পরে নিচে পড়ে ঘটনাস্থলে সাদিয়ার মৃত্যু হয়।  

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সাদিয়ার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার তার কাবিন হওয়ার কথা ছিল। সাদিয়া ইসলাম বেশি সময় একা একা কাটাতেন।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ- পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সাদিয়া ইসলাম ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১২২, জানুয়ারি ২৬, ২০২৪
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।