ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে আগুনে সাত দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
মাদারীপুরে আগুনে সাত দোকান পুড়ে ছাই

মাদারীপুর: জেলায় আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ছিলারচর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরের দিকে সদর উপজেলার ছিলারচর বাজারে লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসকে দুইটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মুরগির দোকান, ওষুধের দোকান, মুদি দোকানসহ মোট সাতটি দোকানের থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।