ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে গলায় ফাঁস নিয়ে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
ঘরে গলায় ফাঁস নিয়ে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহ

ঢাকা: রাজধানীর রামপুরার একটি বাসায় নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গাজী নাজিউর রহমান নাদিম (২৩) নামের এক শিক্ষার্থীকে।  

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পূর্ব রামপুরা তিতাস রোডের বাসায় এই ঘটনা ঘটে।


তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাদিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। তবে কী কারণে নাদিম আত্মহত্যার পথ বেছে নিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।
 
নাদিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তেন।

হাসপাতালে তার বাবা নুরুল আমিন বলেন, রাতে রুমের দরজা বন্ধ করে শুয়ে ছিল নাদিম। তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে কৌশলে দরজা খুলে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।