ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাসপাতালের পাশেই পড়েছিল নারী, মৃত্যুর পর মরদেহ মর্গে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
হাসপাতালের পাশেই পড়েছিল নারী,  মৃত্যুর পর মরদেহ মর্গে

ঢাকা: মধ্যবিত্ত ও দরিদ্রদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশের ঠিক বিপরীতে মেইন রোডের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) শাহবাগ থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, ঘটনাস্থলের আশপাশে লোকজনদের কাছে জানার চেষ্টা করলেও কেউ তার নাম জানাতে পারেনি। তবে লোকজন আরও জানিয়েছেন কয়েকদিন ধরে ওই নারী এখানেই পড়েছিলেন। ধারণা করা হচ্ছে ওই নারী ভবঘুরে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহ দেখে বোঝা যাচ্ছে ওই নারী রোগে আক্রান্ত ছিল।  

তিনি আরও জানান, আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হবে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।