ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে শিক্ষাবোর্ডের ভুয়া চিঠি নিয়ে তোলপাড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
নাজিরপুরে শিক্ষাবোর্ডের ভুয়া চিঠি নিয়ে তোলপাড়

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ৩১ শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষাবোর্ডের ভুয়া চিঠি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।  

এসএসসি (ভোকেশনাল) শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল) প্রকৌশলী জাকারিয়া আব্বাসী স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দেওয়া হয়েছে।

স্বাক্ষরিত ওই চিঠিটি বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে পৌঁছালে চিঠি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

জানা গেছে, স্বাক্ষরিত চিঠিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পবিত্র বিশ্বাসের মাধ্যমে তার কাছে পৌঁছে।

চিঠিতে উপজেলার ৩টি কারিগরি বিদ্যালয়ের ৩১ পরীক্ষার্থীর জন্য মাটিভাঙ্গার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়কে ভেন্যু কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আর মূল কেন্দ্র একই উপজেলা সদরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু বকর সিদ্দিক বলেন, ‘পরীক্ষা সংক্রান্ত বা সরকারি যেকোনো চিঠি ই-মেইলের মাধ্যমে আসে। কিন্তু ওই চিঠিটি হাতে আসায় আমার সন্দেহ হয়। তাই ভেন্যু কেন্দ্রের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পবিত্র বিশ্বাস বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে চিঠিটি উপজেলার লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর সমদ্দার রিপাশ আমাকে দিয়েছেন। তবে ওই শিক্ষক চিঠি দেওয়ার কথা অস্বীকার করেন। ’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, ‘এর আগে লড়া মাধ্যমিক বিদ্যালয়ে থাকা কারিগরি কেন্দ্রটিতে ব্যাপক নকলের অভিযোগে বাতিল করে শিক্ষাবোর্ড।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপাত উল্লাহ বলেন, ‘ওই চিঠিতে আমার কোনো স্বাক্ষর নাই। তা ছাড়া অফিসিয়াল চিঠি জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হাতে নয়, ইমেইলে পাঠানো হয়। কাজেই চিঠিটি ভুয়া। ’

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।