নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রসুলপুর এলাকায় পাওয়ার হাউসের পাশেই অবৈধভাবে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এতে নেতৃত্ব দেন সৈয়দপুর রেলের আইডাব্লুর সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই, কার্য) শরিফুল ইসলাম।
রেলওয়ে সূত্র জানায়, শহরের রসুলপুর এলাকায় পাওয়ার হাউসের পাশের রেলওয়ে কোয়ার্টার ঘেঁষে চারটি দোকানঘর অবৈধভাবে গড়ে তোলেন এনামুল ও নাজমুল নামে দুই ভাই। যারা রেলওয়ের কর্মচারী। খবর পেয়ে দোকানগুলো উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আইডাব্লুর সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই, কার্য) শরিফুল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু চক্র প্রতিনিয়ত রেলওয়ের জমি দখল করে চলেছে। আমরা আর সেটা হতে দিতে চাই না। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তবে এ বিষয়ে দোকানের মালিক নাজমুল ও এনামুল জানান, আমরা রেলওয়ে থেকে কোয়ার্টার অ্যালোটমেন্ট পেয়েছি। ওই কোয়ার্টারের পাশে আগে থেকেই দোকান ছিল, আমরা শুধু সংস্কার করেছি।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এসআই