ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৩ দিনের হিম উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
ফরিদপুরে ৩ দিনের হিম উৎসব

ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হিম উৎসব। জেলার নারী-পুরুষ উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়েছে উৎসবটি।

নানা ধরনের পিঠাপুলি, আচার, পোশাক ও কুটির শিল্পের বাহারি সমাহার নিয়ে বসেছেন নারী ও পুরুষ উদ্যোক্তারা। নিজ হাতে তৈরি নানা ধরনের সামগ্রী রয়েছে হিম উৎসবে। উৎসব চলবে শনিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত।  

এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল প্রাঙ্গণে ওয়ার্কহোলিক ফরিদপুরিয়ানের আয়োজনে তৃতীয়বারের মতো তিনদিনের এ হিম উৎসবের উদ্বোধন করা হয়।  

উৎসবটির উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

তিনদিনের হিম উৎসবে থাকছে জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। জেলার সব উদ্যোক্তাদের এক কাতারে আনতেই এই উৎসবের আয়োজন। বছরজুড়ে উদ্যোক্তারা অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন। এছাড়াও থাকছে মঞ্চে কবিতা আবৃত্তি, গান পরিবেশনসহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

তিনদিনের হিম উৎসবে নিজ হাতে তৈরি বাহারি পণ্যের পসরা বসিয়েছেন উদ্যোক্তারা। ৩৫টি স্টলে তারা তাদের তৈরি পণ্য উপস্থাপন করছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।