ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তা পার হতে গিয়ে ভবঘুরে নারীসহ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
রাস্তা পার হতে গিয়ে ভবঘুরে নারীসহ শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ওই নারীসহ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।    

নিহত শিশু জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে চর করমূল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে। অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নারী (৬০)। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে ওই নারীর পরিচয় জানাতে পারেনি।

স্থানীয়রা জানায়, ভবঘুরে এক বৃদ্ধা নারী সোনাপুর এলাকায় থাকতেন। মাঝে মধ্যে ভিক্ষা করতেন। শুক্রবার দুপুরের দিকে তাকে শিশু জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখার কারণে সন্ধ্যার দিকে জান্নাতুল তাকে রাস্তা পার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর কোল্ড স্টোরেজের সামনে এলে বেপরোয়া গতির মাইজদীগামী একটি ট্রাক ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রিয়াজ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।