নীলফামারী: জেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টুপামারী ইউনিয়নে নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা শহরের টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের মোকলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।
তার স্বজনরা জানান, রাশেদা বেগম রাইস কুকারে ভাত রান্না করতে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এফআর