ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক

ঢাকা: দূষণরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার স্বার্থে সপ্তাহে একদিন ধানমন্ডি লেক বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ধানমন্ডি লেক পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেয়র জানান, এখন থেকে প্রতি বুধবার বন্ধ রাখা হবে ধানমন্ডি লেক।

মেয়র তপস বলেন, ‘ধানমন্ডি লেক পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম রেখে সবুজায়ন এই লেককে টিকিয়ে রাখতে প্রতি বুধবার বন্ধ ঘোষণা করা হলো। সেদিন এই লেকে কেউ প্রবেশ করতে পারবেন না। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। সেদিন লেক পরিষ্কার করা হবে। ’

তিনি বলেন, এছাড়া ধানমন্ডি লেকের নিরাপত্তা ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানপাট বন্ধ করা হবে।  

তবে লেকের অভ্যন্তরীণ হোটেল-রেস্টুরেন্ট (পানসি ও ডিঙি) রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, ‘ধানমন্ডি লেকের নিরাপত্তা ও পরিবেশ ঠিক রাখতে রাত সাড়ে ৯টার মধ্যে সব দোকানের চুলা বন্ধ হয়ে যাবে, খাবার পরিবেশন বন্ধ হয়ে যাবে। কেউ নির্দেশনা না মানলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে। ’

তাপস বলেন, ‘বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী এ ধানমন্ডি। তাই ধানমন্ডিকে সুন্দর রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা ধানমন্ডি লেককে ৬টি সেক্টরে ভাগ করেছি এবং প্রতিটি সেক্টরে ইজারাদার নিয়োগ করেছি। যাতে লেকের নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সুন্দরভাবে চলে। ’

ধানমন্ডি লেকে ভিক্ষুক প্রবেশে নিষেধাজ্ঞা দেন মেয়র। সেই সঙ্গে চাঁদাবাজের স্থান এই এলাকায় হবে না, হকার ও টং দোকান রাখা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ‘স্কুল ড্রেস পরিহিত বা স্কুল পড়ুয়া কেউ দিনের বেলায় এই লেকে প্রবেশ করতে পারবে না। আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারা নজর রাখবেন আপনার সন্তান স্কুল ফাঁকি দিয়ে লেকে যাতে না আসে। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এইচএমএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।