ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্ক চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্ক চালু

ব্রাহ্মণবাড়িয়া: প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা।

 

এ উপলক্ষে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাস বিষয়ক পরামর্শক মো. এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মো. তৌফিকুজ্জামান ও মো. কাশেম মিয়া।  

আলোচনা সভা শেষে ডিআইজি নূরে আলম মিনা বলেন, প্রবাসীদের গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টা হটলাইনে সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু হয়েছে। এ ডেস্কের মাধ্যমে দ্রুত রেমিটেন্সযোদ্ধাদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে তাদের আর হয়রানির শিকার হতে হবে না। মূলত পুলিশ ও প্রবাসীদের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করতেই বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ আরও জোরদার করেছে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।