ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফ শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিন সীমান্তে গুলির শব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
টেকনাফ শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিন সীমান্তে গুলির শব্দ

কক্সবাজার: এবার কক্সবাজারের টেকনাফের সীমান্তের শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনে গুলির শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে থেমে থেমে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

তবে এসব এলাকা থেকে মিয়ানমার সীমান্ত অনেক দূরে হওয়ায় এপারের মানুষের জন্য তেমন ঝুঁকি নেই বলে জানিয়েছেন তারা।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হাবিব খাঁন জানান, গতকাল (বৃহস্পতিবার) দিনগত রাত ১টা থেকে আজ (শুক্রবার) সকাল সাড়ে ৭টা পর্যন্ত মিয়ানমার সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। মাঝেমধ্যে খুব বিকট শব্দে ভেসে আসে গুলির শব্দ।

সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, মিয়ানমারের সঙ্গে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দূর থেকে গুলির আওয়াজ ভেসে আসছে। আজ সকালে দুইটি বিকট শব্দ শোনা গেছে। তবে সকাল ৮টার পর নতুন করে গোলাগুলির শব্দ শোনা যায়নি।

শাহপরীরদ্বীপের বাসিন্দা গোলাম কবির বলেন, সকালে ঘুম ভেঙেছে গুলির শব্দে। ওপারে মিয়ানমারের মংডুতে আজ সকালে হেলিকপ্টার উড়তেও দেখা গেছে। তবে কোনো গোলা এপারে পড়েনি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।