মানিকগঞ্জ: মানিকগঞ্জে বেসরকারি ক্লিনিক বলাকা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বলাকা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়।
নবজাতকটির বাবা জাহিদ হোসেন বলেন, সিজারিয়ান অপারেশনের আগে যে কয়েকটি পরীক্ষা করেছি, প্রতিটি পরীক্ষায় দেখা গেছে বাচ্চাটি সুস্থ আছে। কিন্তু সিজারিয়ান অপারেশনের পর একজন নার্স এসে আমাকে জানান, আপনার বাচ্চার পা অ্যাবনরমাল (অস্বাভাবিক রকম বাঁকা) ছিল। তাই ডাক্তার একটু টেনে সেটা ঠিক করার চেষ্টা করেছিলেন। আপনার বাচ্চাকে দ্রুত শিশু ডাক্তার দেখান। পরে আমি শিশু বিশেষজ্ঞ কবিরুল আলমকে দেখালে তিনি এক্সরে রিপোর্ট দেখে বলেন, শিশুটির পা ভেঙে গেছে।
এ ব্যাপারে বলাকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজমুল হক বাবু বলেন, অপারেশনের সময় আমরা সেখানে ছিলাম না। কার কাছ থেকে পা ভেঙেছে জানি না। ডাক্তারের কাছ থেকেও ভাঙতে পারে, আবার বাচ্চার পরিবারের লোকজনের কাছ থেকেও ভাঙতে পারে।
চিকিৎসক ডা. শ্যামলী আক্তার বলেন, আমি যখন অপারেশন করি, তখন সব কিছু ঠিকঠাক ছিল। সুস্থ মেয়ে বাচ্চা রোগীর লোকজনকে বুঝিয়ে দিয়েছি। পরে কীভাবে পা ভেঙেছে, আমি জানি না।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, নবজাতকের পা ভাঙার বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসএম