ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঁশ বেয়ে নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
বাঁশ বেয়ে নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা বাজার এলাকায় বাঁশ বেয়ে একটি মাদরাসার নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে নিচে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দারুল ফালাহ্ হাফেজি মাদরাসার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র পলাশ (১৩) শেরপুর সদর থানার সাতনংচড় এলাকার মো. ইসহাকের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ছাত্র ছিল।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, ওই মাদরাসার ভবন সংস্কার ও নির্মাণ কাজ চলছে। পলাশ খেলতে গিয়ে মাদরাসা ভবনের পেছন সংস্কার কাজে ব্যবহৃত বাঁশ বেয়ে উপরে উঠার সময় হঠাৎ ফসকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।