ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় ১৪ বছরের অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেল-স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, রাত পৌনে ৮টার দিকে বিমানবন্দর রেললাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই শিশু মারা যায়।

তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।