ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় আগুনে পুড়ল ৪ দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
খুলনায় আগুনে পুড়ল ৪ দোকান

খুলনা: খুলনায় আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মহানগরীর ফেরিঘাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- জিয়েল বুক হাউস, আল আমিন স্টিল স্টোর, বলাকা বুক হাউস ও নুসা ফার্নিচার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফেরিঘাট মোড়ে প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও সাতটি ইউনিট। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের কন্ট্রোলরুমে দায়িত্বরত শাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুর স্টেশন থেকে দমকল বাহিনীর ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যেখানে উপস্থিত ছিলেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।