ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ট্রাকচাপায় মাদরাসা ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
লালমনিরহাটে ট্রাকচাপায় মাদরাসা ছাত্র নিহত প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে লালমনিরহাট পুলিশ লাইন এলাকার বিনিময় ফিলিংস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট শহরের মিশন মোড় থেকে একজনের মোটরসাইকেলে করে মাদরাসার দিকে যাচ্ছিল আব্দুল্লাহ। তাদের মোটরসাইকেল পুলিশ লাইনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা রংপুরগামী পণ্য বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।