ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
নওগাঁয় পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি, আটক ৩

নওগাঁ: নওগাঁর ধামইরহাট থেকে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকারের ছেলে নিত্য সরকার (২৪), জয়পুরহাট জেলার সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহীদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের আবু হানিফে ছেলে সিফাত হোসেন (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে কম্পিউটারের দোকানে পর্নো ভিডিও সংরক্ষণ করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলছাত্রদের কাছে বিক্রি করে আসছিল। খবর পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়। এরপর মঙ্গলবার ভোরে মঙ্গলবাড়ী বাজারে অভিযান চালিয়ে নিত্য সরকার, শহীদ হোসেন ও সিফাত হোসেনকে তাদের দোকান থেকে আটক করা হয়। তারা তাদের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপের ব্যবসা করতেন।

এ ঘটনায় মামলা দিয়ে আটক তিনজনকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।