ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বরিশালে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

বরিশাল: বরিশালের দুটি চক্ষু হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল সদর উপজেলায় চলে পরিদর্শন কার্যক্রম চলে।

 

এ সময় দ্য ক্যাপিটাল চক্ষু হাসপাতাল ও দারুস শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা দেন সিভিল সার্জন।

সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, পরিদর্শনকালে ক্যাপিটাল চক্ষু হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় তা নবায়ন করতে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া গুরুতর কোনো অনিয়ম চোখে পড়েনি।

বরিশাল জেলায় শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৭, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।