ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে ৪ ক্লিনিক সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
ডোমারে ৪ ক্লিনিক সিলগালা

নীলফামারী: নীলফামারীর ডোমারে অনুমোদনহীন চারটি ক্লিনিক সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রায়হান বারী।  

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।

 

এ সময় ক্লিনিকগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে চলছিল -এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবু রায়হান জানান, মন্ত্রণালয় কর্তৃক শর্ত পূরণে উপজেলার সব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে লিখিত চিঠি দিয়ে আগামী সাতদিনের মধ্যে তা পূরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।