ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বেইলি রোডে আগুন: আটকেপড়াদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
বেইলি রোডে আগুন: আটকেপড়াদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে আগুন লাগার ঘটনায় ওই ভবনে আটকে পড়াদের মই দিয়ে নামিয়ে আনছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস থেকে একে একে ১২টা ইউনিট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবরে সেখানে একে একে ১২টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে। ওই ভবনে আটকেপড়া মানুষদের ফায়ার সার্ভিস সদস্যরা নামিয়ে আনার চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।