ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্টেশনে ট্রেন না থামায় লাফ দিলেন যুবক, অতঃপর.. 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
স্টেশনে ট্রেন না থামায় লাফ দিলেন যুবক, অতঃপর..  প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: স্টেশনে ট্রেন না থামায় চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে লাফ দিলেন যুবক। কিন্তু সফল হননি; ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেটগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের (৩৫) পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলস্টেশন অতিক্রম করছিল। ভৈরব স্টেশনে ট্রেনটির কোনো বিরতি ছিল না। কিন্তু চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবক লাফ দেন। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন শিকদার জানান, ট্রেনে কাটা পড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।