ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ২ মো. ওমর সালেহীন

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ওমর সালেহীন নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

রোববার (৩ মার্চ) বিকেলে উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের বরইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত শিক্ষার্থী ওমর রাঙামাটি সরকারি কলেজের অনার্সে গণিত বিভাগে শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার লালপুর ভোর বাজার হলেও তার বাবার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলায় বসবাস করছিলেন।  

আহত দুজন হলেন- অটোরিকশাচালক মুকুল চন্দ্র তঞ্চঙ্গ্যা ও যাত্রী মো. শামীম। আহতদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।  

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাকসহ তাকে ধরার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।