ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

পিরোজপুর: জেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান ওরফে হাবি শেখ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ মার্চ) সকালে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হবি শেখ ওই একই গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।

নিহত হবি শেখের ভাগনে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো তার মামা আজ (সোমবার) সকালে নিজের জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে অনেক সময় হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে দেখতে পান, প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে দেয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। অবৈধভাবে এই বৈদ্যুতিক ফাঁদে দেওয়ার কারণেই হাবি শেখের মৃত্যু হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জুলফিকার আলী বাংলানিউজকে জানান, ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।