ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বিল্লাহুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের মুহাম্মাদ শেখের ছেলে মো. ইমরান শেখ (৩১) ও জিয়াউর রহমান শেখের ছেলে মো. নাইম শেখ (২৮)। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে মোটরসাইকেলে করে চাচা ইমরান শেখ ও ভাতিজা নাইম শেখ ঢাকা যাচ্ছিলেন। পথে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার রুপাপাত ইউনিয়নের বিল্লাহুড়ি এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।