ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বস্তায় মিলল তরুণীর হাত-পা বাঁধা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
নারায়ণগঞ্জে বস্তায় মিলল তরুণীর হাত-পা বাঁধা মরদেহ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার সদর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দপুর এলাকায় কাঠপট্টি সাবেক শান্তা ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই তরুণীর বয়স ২০ থেকে ২২ বয়স হবে। তার হাত-পা বাঁধা ছিল। মরদেহটি কম্বল ও কাপড় দিয়ে মোড়ানো ছিল এবং দুইটি বস্তার ভেতরে ছিল। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ঘটনাস্থলে কাজ করছে পিবিআই ও সিআইডির টিম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, অজ্ঞাত ২০ থেকে ২২ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা বাঁধা ছিল এবং কম্বল কাপড় দিয়ে মোড়ানো মরাদেহটি দুইটি বস্তায় ভরা ছিল। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পিবিআই সিআইডি আছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।