ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় দুটি ক্লিনিকে অভিযান, জরিমানাসহ বন্ধের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
সাতক্ষীরায় দুটি ক্লিনিকে অভিযান, জরিমানাসহ বন্ধের নির্দেশ

সাতক্ষীরা: লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিককে ৯ হাজার টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে শহরের ঢাকা বিরিয়ানি হাউজে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমোন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানি হাউজে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বপ্ন ক্লিনিক ও ডিজিটাল হরমোন সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বপ্ন ক্লিনিককে পাঁচ হাজার টাকা ও ডিজিটাল হরমোন সেন্টারকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের খুলনা রোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।