ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানের ধানসিঁড়ি রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
গুলশানের ধানসিঁড়ি রেস্টুরেন্টকে জরিমানা

ঢাকা: পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গুলশান-১ নম্বরে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মার্চ) বেলা ১২ টার দিকে এ অর্থদণ্ড করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

অভিযানে দেখা যায়, ধানসিঁড়ি রেস্টুরেন্টের কিচেন রুমে যথাযথ বিধি মেনে পরিচালনা করা হচ্ছিল না এছাড়া কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারিনি। এছাড়া রেস্টুরেন্টটিতে মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায়। ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী একটি ফায়ার এক্সটিংগুইশার মেয়াদ থাকে সর্বোচ্চ দুই বছর। কিন্তু ধানসিঁড়ি রেস্টুরেন্টে থাকা ফায়ার এক্সটিংগুইশার মেয়াদ ১০ বছর করে লেখা রয়েছে। যা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ধানসিঁড়ি রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। তাদের কাছে বিভিন্ন কাগজপত্র চাওয়া হলে তারা সেটি দেখাতে পারেনি। এছাড়া তাদের ফায়ার এক্সটিংগুইশারগুলো মেয়াদোত্তীর্ণ। এসব অভিযোগের ভিত্তিতে রেস্টুরেন্টটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ৪৬ জন মারা যান। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো ছয়জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন ভবনে, বিশেষ করে যেগুলোতে রেস্টুরেন্ট হয়েছে, সেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযান শুরু করেছে বিভিন্ন সংস্থা।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এমএমআই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।