ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্র নদে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
ব্রহ্মপুত্র নদে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মাহিব ও নাহিদ নামে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরে মাহিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  

পানিতে ডুবে মৃত মাহিবের বাড়ি গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানিপাড়ায়। সে ওই শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদের বাড়িও একই এলাকায়।  

স্থানীয়রা জানান, সকালে বালাসিঘাট এলাকায় ঘুরতে আসে মাহিব ও নাহিদসহ আরো কয়েকজন শিক্ষার্থী। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে সবাই তীরে উঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে মাহিবের মরদেহ উদ্ধার করে। তবে নাহিদ নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।