ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় ইয়াসিন (৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব রসূলপুর ৩ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা মো. রাসেল জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের কুলারচর থানার আগারপুর গ্রামে। বর্তমানে রসূলপুর ৩ নম্বর গলিতে একটি বাসা থাকেন। স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ইয়াসিন। দুপুরে সে বাসার সামনে গলিতে খেলছিল। তখন একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।