ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা না মেনে মেঘনায় জাটকা ধরায় ৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
নিষেধাজ্ঞা না মেনে মেঘনায় জাটকা ধরায় ৪ জেলে আটক

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরায় চার জেলেকে আটক করেছে নৌপুলিশ। একই সময় তাদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা, ৯০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১২৫ কেজি জাটকা জব্দ করা হয়।

 

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  

আটক জেলেরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাবু মান (৩৫), আমির মাতব্বর (৩৩), শাহজামাল বেপারী (৩২) ও মো. খলিল খাঁ (৩৬)।  

ওসি কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টার অভিযানে জাটকা ধরা অবস্থায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়।  

জব্দ জাটকা স্থানীয় এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ ধরার নৌকা মামলার আলামত হিসেবে নৌথানা হেফাজতে রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।