ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অস্বাভাবিক মুনাফায় ডাল বিক্রি, দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
নারায়ণগঞ্জে অস্বাভাবিক মুনাফায় ডাল বিক্রি, দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জ: জেলার নিতাইগঞ্জে অস্বাভাবিক মুনাফা রেখে খেসারির ডাল বিক্রি করায় কুমিল্লা ট্রেডিং নামে এক দোকানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে চলা অভিযানে দোকানটির মালিক বিকাশ দেবনাথকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে সেখানে সরেজমিনে অভিযানে শুরু করে জেলা প্রশাসক মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ।

অভিযানের সময় জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, খুচরা ও পাইকারি বিক্রেতাদের যেন পাকা রশিদ থাকে। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা যেন প্রতিষ্ঠানে রাখে সেটা নিশ্চিত করছি। খুচরা বাজারে খেসারির ডাল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাইকারি যিনি বিক্রি করছেন তিনি বললেন বগুড়া থেকে এনেছেন তবে রশিদ দেখাতে পারছেন না। কিছু অনিয়ম আছে।

তিনি আরও বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন মানুষের নাগালে থাকে। কেউ যেন কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে এ জন্য আমরা মনিটরিং করছি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।