ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘কী হবে জানি না, দোয়া করো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
‘কী হবে জানি না, দোয়া করো’

ফেনী: ভারত মহাসাগরের এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি জাহাজে থাকা ২৩ জনের একজন ফেনীর ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব।

ইব্রাহীম খলিল জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞার মোমারিজ পুর গ্রামের আবুল হোসেন ভূইয়ার ছেলে।

তার মায়ের নাম রৌশনারা। দুই ছেলের জনক ইব্রাহীম ওই জাহাজে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত।

আট বছর আগে জাহাজের চাকরিতে যান ইব্রাহীম খলিল। চার মাস আগে বাড়িতে এসে একমাস থেকে আবারো জাহাজে চলে যান। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাবার সঙ্গে কথা হয় তার।  

ইব্রাহীম বাবাকে বলেন, সোমালিয়া জলদস্যুরা তাদের আটক করেছে। বাবার কাছে দোয়া চান তিনি।

স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, গতকাল দুপুরে এবং আজ সকালে কথা হয়েছে। ইব্রাহীম তাকে বলেন, ‘আমরা দস্যুদের হাতে আটক হয়েছি, কী হবে জানি না, দোয়া করো। ’

শেষবার কথায় স্ত্রীকে জানান, তিনি ভালো আছেন।

আবুল হোসেনের ভূইয়ার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ইব্রাহীম খলিল সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। তাকে ফিরে পেতে সরকার ও জাহাজ মালিকের সহযোগিতা কামনা করেছে পরিবার।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল।  

বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকেরা এখন পর্যন্ত নিরাপদ ও সুস্থ আছেন। তিনি বলেন, যেকোনো মূল্যে নাবিকদের দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এসএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।