ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে অভিযানে ৩৩ ইটভাটা বন্ধ, জরিমানা পৌনে ২১ লাখ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
ঝালকাঠিতে অভিযানে ৩৩ ইটভাটা বন্ধ, জরিমানা পৌনে ২১ লাখ 

ঝালকাঠি: ঝালকাঠি জেলার ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলার চার উপজেলায় ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

 

এছাড়া এসময় ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনের তিন মাসের জেল দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন।

নলছিটি উপজেলার নয়টি ইটভাটায় ১০ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠি সদরে ছয়টি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা ও রাজাপুরে চারটি ইটের ভাটাকে তিন লাখ টাকা ও কাঁঠালিয়া উপজেলা দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়।  

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার সবগুলো অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৩টি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। একযোগে চার উপজেলায় আমাদের ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সব অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।