ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইফতারের পর বের হয়ে ফেরেনি বাড়ি, সকালে মিলল মরদেহ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
ইফতারের পর বের হয়ে ফেরেনি বাড়ি, সকালে মিলল মরদেহ  

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে মোশাররফ হোসেন (৪২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মোশারফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোশারফ বুধবার ইফতারের পর কাকরকান্দি পিঠাপুনি তার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে সে আর বাড়ি ফিরেনি। পরে তার স্বজনরা মোশারফের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পায়। পরে  তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, মোশারফ হোসেনের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।