ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
নীলফামারীতে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (১৬ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আহজারুল ইসলাম।

 

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা শহরের বিসমিল্লাহ ফল ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানের মূল্য তালিকা না থাকায় এক লাখ টাকা ও একটি হোটেলে খাবারে রং মিশানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অধিদপ্তর বিভাগীয় উপ-পরিচালক আহজারুল ইসলাম বলেন, আগামীতেও এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।