ঢাকা: কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ‘যৌক্তিক মূল্যে’ পণ্য বিক্রি না করায় সারা দেশে ৭৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় এসব প্রতিষ্ঠান থেকে ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (১৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সরকারি এই তদারকি সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষিপণ্য বিক্রি যাচাইয়ের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৬টি টিম বাজার তদারকি করে। পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ২২টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
আজ সারা দেশে ২৭টি টিম কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তার অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসসি/এসএএইচ