ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে মূল্য তালিকা ও লাইসেন্স নবায়ন না করায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের মায়ের দোয়া ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা ও বৃহস্পতি গিনি হাউজে লাইসেন্সের নবায়ন না করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।