ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদরাসার কক্ষে ঝুলছিল ছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
মাদরাসার কক্ষে ঝুলছিল ছাত্রের মরদেহ

ঝালকাঠি: জেলার নেছারাবাদ এনএস কামিল মাদারাসার একটি কক্ষ থেকে মুয়াজ মুনাওয়ার (১৪) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ধারণা করছে, দুপুরে মাদরাসার তাহলী ভবনের চারতলায় ছাত্রদের থাকার জায়গায় গলায় ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুয়াজ।

ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত হবে কিনা সেটি নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।