ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
সাতক্ষীরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার।

সাতক্ষীরা: সাতক্ষীরায় সুমন হোসেন (২৪) নামে অনলাইন জুয়ার এক মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন হোসেন জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের ছেলে।

সাতক্ষীরা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এস আর ফ্যাশনের সামনে থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩ (২) ধারা মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।