ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলারডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
মেঘনায় ট্রলারডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২৪ মার্চ) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ভৈরব প্রান্তে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ থেকে দুইজন এবং আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার হল। তবে এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ট্রলারের আরও তিন যাত্রী।

তারা হলেন- নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার মেয়ে মাহমুদা, কিশোরগঞ্জের রূপা দে ও নরসিংদীর বেলাব উপজেলার কলেজছাত্রী আনিকা।

ভৈরব ও আশুগঞ্জ নৌ-বন্দরের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযানে ডুবুরিরা। দুপুরে তিনজনের মরদেহ পাওয়া যায়। তার আগে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ। তবে ট্রলারের ভেতরে তখন কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহগুলোর স্বজনদের কাছে হস্তান্তর করবে নৌপুলিশ। এ ঘটনায় এখনও নিখোঁজ তিনজনকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি: দুইজনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।