কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ থাকা আটজনসহ মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হলো।
ভৈরব নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে’র মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানার ছেলে রাইসুলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ট্রলারডুবিতে নিহতরা হলেন-ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, তার স্ত্রী মৌসুমী বেগম, ছেলে রাইসুল ও মেয়ে ইভা, শিশু আরাধ্য, রুপা দে, সুবর্না আক্তার, নরসিংদী জেলার বেলাবো উপজেলার আনিকা ও বেলন দে।
গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় পর্যটকবাহী ট্রলার। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা মার্চ ২৫, ২০২৪
আরএ