ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবীনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
নবীনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।

 

এরা হচ্ছে বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজামনি (৬)। সে বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায় না। একপর্যায়ে দুপুরের দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।