ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাজীদের এটিএমের তথ্য চায় প্রতারক, থানায় অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
হাজীদের এটিএমের তথ্য চায় প্রতারক, থানায় অভিযোগ

চাঁদপুর: সদর উপজেলার বাসিন্দা মো. মিজানুর রহমান। তিনি ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন।

ওই সময় হজের খরচ শেষে কিছু অর্থ বেঁচে যায়। সেই টাকা ফেরত দেন নিবন্ধিত নম্বরে। কিন্তু প্রতারক চক্র এসব হাজীদের মোবাইল নম্বরে ধর্ম মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে এটিএমের তথ্য চায়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এই বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মিজানুর রহমান।

মিজানুর রহমান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা। তিনি অভিযোগে উল্লেখ করেন, আজ দুপুর ১টা ২৫ মিনিটের সময় ০১৬১১৪৬০৯০৯ নম্বর দিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে কথা বলছেন পরিচয় দেন এবং আমার তথ্য জানতে চান। ওই ব্যক্তির পদ পরিচয় জানতে চাইলে তিনি সংযোগ কেটে দেন।

তিনি বলেন, আমার সঙ্গে হজে গিয়েছেন এমন কয়েকজনের এটিএমের তথ্য জানতে চাওয়া হয়। প্রতারক বলেন, সরকার আরও টাকা ফেরত দেবে, এজন্য এটিএম সংক্রান্ত তথ্য প্রয়োজন। সবার কাছে একই নম্বর থেকে কল এসেছে। আমার কাছে এটা প্রতারক চক্রের মোবাইল নম্বর বলে মনে হয়েছে। যে কারণে এই নম্বরটি তথ্য প্রযুক্তির মাধ্যমে নজরে আনার ব্যবস্থা নিতে পুলিশের কাছে অনুরোধ জানিয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, এই ঘটনার অভিযোগ নেওয়া হয়েছে। অফিসার ইনচার্জ পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।