ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মোয়াজ (১৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরে প্রথমে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসক সকাল ৮টার দিকে মেরাজকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মো. কাউসার আহমেদ জানান, মোরাজের বাবার নাম ইয়াহিয়া শরীফ। তাদের নিজেদের বাড়ি পশ্চিম নাখালপাড়ায়। মোয়াজ মানসিক প্রতিবন্ধী ছিল। সকালে কাউকে কিছু না বলেই সে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে তারা খবর পান, বাসার অদূরেই নাখালপাড়া বড় মসজিদের সামনে ট্রেনের ধাক্কায় সে রেললাইনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।