ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১ এপ্রিল) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের  হাটিকমুরুল পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, ফরিদুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।