ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় কিরণ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার (০৩ মার্চ) বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিরণ নরসিংদী জেলার বেলাবোর জলিল মিয়ার ছেলে।

খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা জানান, সুহিলপুর এলাকায় সড়কের পাশে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মুরগি পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয় এবং দুইজন আহত হয়।

তিনি আরও জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের একজনকে ঢাকায় এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।