ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গুলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গুলি জব্দ

বান্দরবান: বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুইজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ৭টি দেশীয় বন্ধুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম ও বুট এবং একট ল্যাপটপ জব্দ করা হয়েছে।

 

সোমবার (৮ এপ্রিল) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এদিন ভোরে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।

তিনি জানান, যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে কেএনএফের ৭টি দেশীয় বন্ধুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহৃত একট ল্যাপটপ জব্দ করা হয়েছে।  

সন্দেহভাজন আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে সশস্ত্র দলটির ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হলো।

এর আগে রোববার ভোরে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে ব্যাংক ডাকাতির ঘটনায় তিন কেএনএফ সদস্য ও তাদের সহযোগী এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
এসএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।